শিকড়
মঞ্চে উঠবার আগে শুনি যে মাইয়াখান ঘোষণা করতাছিল সে আমারে সম্বোধন করে কয় কিনা বাংলাদ্যাশী গায়িকা! আমাগো জন্মের আগে বাপ আইছিল যশোর থিক্যা। আমার জন্ম এই দ্যাশেই। তারপর তিরিশডা বছর এই দ্যাশের মাটির সনে মিশ্যা কাটাই দিলাম। বছর বছর দ্যাশের লগে ভোট দিত্যাছি আর এহন লোকে আমারে কয় কিনা বাংলাদ্যাশী?
by শতরূপা সিংহ | 25 October, 2025 | 101 | Tags : Short Story Root Bangladeshi Indian