রূপজালাল : বাঙালি মুসলিম মহিলার লেখা প্রথম প্রকাশিত গ্রন্থ

বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার হোসনাবাদ পরগনার লাকশামের কিছুটা দূরে পশ্চিম গাঁয়ে ফয়জুন্নেসার জন্ম। গৃহশিক্ষক তাজউদ্দিনের কাছে বাল্যকাল থেকে বাড়িতেই তাঁকে পড়ানোর ব্যবস্থা হয়। প্রবল ছিল তাঁর জ্ঞানস্পৃহা। বাংলা, সংস্কৃত, আরবি, পারসি এই চারটি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। নিজগৃহে ‘ফয়জন পাঠাগার’ স্থাপন করে সেখানেই বিদ্যাচর্চা করেন।

by আফরোজা খাতুন | 27 March, 2023 | 1691 | Tags : Faizunnesa Rupjalal Muslim Woman Writer