আনা পোলিতকোভস্কায়ার কথা – সাহস শব্দটাও যাঁর সামনে দাঁড়িয়ে মাথা নোয়ায়
২০০৪ সালে বেসলানের একটি স্কুলে পণবন্দী সংকট তৈরি হলে পরে তিনি সেখানে মধ্যস্থতা করতে চেয়ে মস্কো থেকে বিমানে বেসলানের উদ্দেশ্যে রওনা দেন। বিমানেই বিষপ্রয়োগে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। একই বছরে পুতিনের হাতের পুতুল, চেচনিয়ার তৎকালীন ‘প্রধানমন্ত্রী’ রামজান কাদিরভের সঙ্গে একটি সাক্ষাৎকার চলাকালীন, কাদিরভের এক সহযোগী আনাকে সম্বোধন করে বলে ওঠে, “তোমাকে মস্কোতেই গুলি করে মারা উচিত, যেমনটা মস্কোতে (ওরা) মেরে থাকে ...” সাংবাদিক আনা পোলিতকোভস্কায়ার জীবন।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 19 October, 2022 | 265 | Tags : Anna Politkovskaya Svetlana Alekseevna Gannushkina Novaya Gazeta Russian Female Journalist Putin’s Russia