SIR ও নারীদের কিছু বাস্তব চিত্র

মেয়েদের অবস্থা সত্যিই শোচনীয়। একটা উদাহারণ দিই, স্বামী স্ত্রীর SIR এর ফর্ম ছিঁড়ে ফেলে দিয়েছেন, ফলে ভাইয়ের বাড়িতে বাস করা  স্ত্রী-র কাছে সেটা সময়মতো পৌঁছোয়নি। স্ত্রী সংসারের হাল ধরতে বাইরের রাজ্যে পরিচারিকার কাজ করতে গেছে, তার SIR ফর্ম বাড়ির কেউ পূরণ করে দেয়নি। SIR এর জন্য বাবার ভোটার কার্ডের নম্বর চেয়েছে মেয়ে, যেহেতু পালিয়ে বিয়ে করেছে, তাই মেয়েকে তথ্য দেয়নি বাবা।

by শ্রীরূপা মান্না | 03 January, 2026 | 96 | Tags : SIR women documents patriarchy