সালের্নো শহরের কয়েকজন

আদিপাপের যে অভিশাপ নারীকে অদ্ভুত এক যন্ত্রণার মধ্যে ঠেলে দিতে চেয়েছিল, শেষমেশ নারীদের মধ্যে থেকেই তার প্রত্যুত্তর এসেছিল। চিকিৎসা ক্ষেত্রে নারীর অধিকার নিয়ে খ্রিস্ট-পূর্বাব্দ সময়ের অ্যাগনোদিস যে সংগ্রাম শুরু করেছিলেন, সালের্নোর কয়েকজন তাকে পূর্ণতা দিলেন। অর্ধেক আকাশের সীমাবদ্ধতা নয়, স্ত্রী-চিকিৎসা বা ধাত্রীবিদ্যার বিশেষ ক্ষেত্রটুকুকেও ছাপিয়ে গিয়ে, চিকিৎসাবিজ্ঞানের প্রত্যেকটি ক্ষেত্রে এমনকি শেষ অবধি ব্যবহারিক শল্যচিকিৎসার প্রয়োগেও সালের্নোর মহীয়সীরা তাঁদের অবদান রেখে গেলেন। (পর্ব ৬)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 22 December, 2024 | 759 | Tags : Salerno School of Medicine Women of Salerno Trota of Salerno Constance Calenda Rebecca Guarna Abella Mercuriade Series on Female Scientists