স্কুলপাঠ্যে পুরুষ-নারীর অবস্থান : একটি সমীক্ষা

শিশুদের পাঠ্যপুস্তকই প্রাথমিকভাবে শিশুর মনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। সেই সঙ্গে তার যথার্থ দোসর গ্রাফিক্স। কথা না-বলে ছবির মাধ্যমেই অনেক অকথিত কথা বলে দেওয়া যায়। এহেন সুদূরপ্রসারী প্রভাববিস্তারকারী বই হওয়া উচিত লিঙ্গবৈষম্যমুক্ত। কিন্তু আমাদের রাজ্যের শিশুপাঠ্যে কি সেই নিরপেক্ষতার আভাস মেলে? এই প্রশ্নেরই উত্তর খোঁজা হয়েছে এখানে।

by তামান্না | 22 October, 2020 | 1597 | Tags : School books Graphical representation Gender discrimination Women