এক টুকরো আকাশ (পর্ব- ৯)
মাকে কী করে বোঝাই, সংসার করা আমার দ্বারা হবেনা। ও ভারী জটিল জায়গা। যেন চক্রব্যূহ- যেখানে প্রবেশ করাটা সহজ, বের হওয়ার কৌশল জানা নেই। আমার মত দুর্বল চিত্তের মানুষের ওই সমরাঙ্গনে প্রবেশ করা সমীচীন হবে না। কিন্তু মা কেঁদে-কেটে একশা করছে। অগত্যা চুপ করে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই। আমার ওই চুপ করে থাকাটাকেই যে মা আমার সম্মতি ভেবেছেন সেটা জানা গেল পরের মাসে বাড়ি গিয়ে।
by মীরা কাজী | 02 November, 2025 | 71 | Tags : Novel Series Nine ek tukro akash