আফগানিস্তান এখন, ২০২২
মানুষকে বুঝতে হবে মানুষের সবচেয়ে বড় অবদান মানুষ ও মনুষ্যত্ব। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেননি, মানুষই ঈশ্বরভাবনার জন্ম দিয়েছে। অবাঞ্ছিত ধর্মবিশ্বাস অথবা অপ্রয়োজনীয় ধর্মভীরুতাকে হাতিয়ার করে যদি কোনও দল বা গোষ্ঠী রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা দখলে সক্রিয় হয়ে ওঠে, তবে সবচাইতে আগে তারই বিরোধিতা করা প্রয়োজন। আমরা কি খাব, কি পরব অথবা কি পড়ব, তা কোনও আকাশচারী ঈশ্বরের এক্তিয়ারভুক্ত নয়। মানুষই কেবল নিজেদের অক্ষমতা দেখাতে, অথবা দুর্বলের ক্ষমতা জাহিরের প্রয়োজনে এমন একেকটি ধারণাকে সৃষ্টি করেছে।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 29 July, 2022 | 328 | Tags : Taliban Afghanistan Situation of Women