ধর্ম-সমাজ-ভাষা ও লিঙ্গরাজনীতি
নারী- পুরুষ উভয়েই সুযোগ পেলে জ্ঞানী হতে পারে, বুদ্ধিমান হতে পারে, সৃষ্টিশীল হতে পরে, সাহসী হতে পারে, নেতৃত্ব দেওয়ার উপযোগী হতে পারে। অথচ পুরুষ উচ্চাসনে বসবে বলেই নিজের পক্ষে নিয়েছে ধর্মীয় আইনের সুবিধে। এই সুবিধেজনিত কারণে সমাজের নিয়ন্ত্রক হয়ে উঠেছে। আর লিঙ্গরাজনীতির ভাষা দিয়ে সমাজ-মননকেও কুক্ষিগত করেছে। লিঙ্গবৈষম্য দূর করার চর্চা ব্যাপকহারে বাড়ানো দরকার। আইনে নারীপুরুষের বিভাজন দূর করে, ভাষার দাসত্ব মুছে, লিঙ্গবৈষম্যহীন সমাজের দাবিতেই আমাদের পথ চলা জারি থাক।
by আফরোজা খাতুন | 29 December, 2023 | 230 | Tags : Gemder Discrimination Religion Soiety Language