রাধিকা যাদব ও সুপারম্যানঃ ভারত হওয়া সহজ নয়!
পরিহাসের বিষয় হল, যেহেতু সেই চুম্বন-দৃশ্যগুলির কিয়দংশ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে মুক্তিপ্রাপ্ত ট্রেলরের মাধ্যমে জনগণ দেখে ফেলেছে, তাই সিনেমা চলাকালীন দর্শকের সেই সেন্সরি-কাঁচি টের পেতেও সামান্যতম অসুবিধে হচ্ছে না। যৌনতা নয়, নগ্নতা নয়, তায় সে অর্থে শারীরিক ঘনিষ্ঠতা অবধি নয় – স্রেফ নায়ক-নায়িকার ওষ্ঠাধরের সামান্য মিলনকেও, এদেশের সনাতনী সেন্সরী-খুড়াদিগের ‘উত্তেজক’ বলে মনে হয়েছে। কাঁচি চলতে তাই আর এতটুকুও দেরী হয়নি। ‘খুড়ালোগ’ বোধহয় বলিউডের ‘আইটেম’ নাচগুলির সময় আফিং-সেবিত অবস্থায় থাকেন।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 16 July, 2025 | 130 | Tags : Radhika Jadav South Calcutta Law College IIM Kolkata Suparman