ক্যালেন্ডার বদলাচ্ছে - ট্যাবু বদলেছে কি?
সুনীতা উইলিয়ামস পৃথিবীতে ফিরেছেন দীর্ঘ ৯ মাসের মহাকাশ জীবন কাটিয়ে। প্রতি মুহূর্তে তাঁদের প্রত্যাবর্তনের সাক্ষী থেকে আহ্লাদে বারোখানা হয়েছে গোটা ভারত (কারণ তাঁর নাম সুনীতা, যাতে ভারতীয় গন্ধ স্পষ্ট)। পুজোপাঠ, যজ্ঞের আদিখ্যেতা এবং অভিনন্দন বার্তার পাশাপাশি সোশাল মিডিয়ায় একশ্রেণীর ভারতীয় পুরুষদের অর্বাচীন কিছু প্রলাপ প্রশ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছিল – ‘আচ্ছা, সুনীতার পিরিয়ডস হলে রক্তটা নিচ দিয়ে না বেরিয়ে মুখ দিয়ে বেরোত অভিকর্ষহীন মহাকাশ যানে?”
by সরিতা আহমেদ | 14 April, 2025 | 112 | Tags : Tabu women patriarchy