ঘেরাটোপ (শেষ পর্ব)
পুঁজি আর বাজারের এই বিরাট কৃষ্ণগহ্বরের অতলতার হদিস কারোর মগজে থাকে না। সবাই কেবল স্রোতের অনুকূলে, অথবা বিপরীতে কয়েকজন, সাঁতার কাটতে চায়। তবু সে অন্ধকার স্রোত, আজ অথবা কাল, একদিন সবাইকেই গিলে ফেলবে ঠিক। সুবর্ণ চোখ বুজে চন্দনকে অনুভব করে। এই গোধূলি-বিকেলের একাকীত্বে আজ, সে অনেকক্ষণ ধরে চন্দনকে অনুভব করে। সমস্ত শরীরের উষ্ণতায়। সন্ধ্যায় সে বাড়ি ফিরবে। সারা গায়ে তার চন্দনের গন্ধ লেগে থাকবে। কেবল খাটের ওপাশের মানুষটি এতটুকুও সুঘ্রাণ পাবে না তার। (ধারাবাহিক রচনা, উপসংহার)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 23 April, 2025 | 68 | Tags : The Siege Serialised Novelette series end