আমি দ্বীত্যা

ঈশ্বর আমাকে একই অঙ্গে রাধা ও কৃষ্ণের রূপ দিয়েছে, একই অঙ্গে উভয় রূপ, এতে আমি কী করবো? আমি তোমাদের মধ্যে আমার প্রতি সহানুভূতি দেখানো, ঘৃণ্যতা, ভেদ, দূরে ঠেলে দেওয়া সব দেখেছি, কিন্তু আমার মা— পারেনি দূরে ঠেলে দিতে। দেখেছি অনেক মেয়ে তার প্রেমিক এর হাত ধরে হাঁটছে, ভালবাসছে, আবার দেখেছি কাঁদছে, হাসছে, উঁকিঝুঁকি দিয়ে দেখি, ইচ্ছে ছিল ভালোবাসিয়া এক চোট খুব কাঁদিয়া লইব, ভালোবাসার এই কাঁদাটার স্বাদ গ্রহণ করবো….. কিন্তু,.... দীর্ঘশ্বাস ছাড়া কিছু নাই….

by মৌসুমী দাস | 22 August, 2025 | 89 | Tags : Third Gender short story Mousumi Das