রোকেয়ার 'নারীস্থান' : 'সুলতানার স্বপ্ন'

(রোকেয়া সপ্তাহে পঞ্চম প্রবন্ধ)। রোকেয়ার রচনাবলি প্রকৃতপক্ষে পিতৃতন্ত্র–বিরোধী এক অখণ্ড মহাকাব্য। মেয়েদের অবনতির কারণ যেমন সেখানে দর্শানো হয়েছে, তেমনি বাতলে দেওয়া হয়েছে উন্নতির পথ। ‘সুলতানার স্বপ্ন’ এই ধারারই এক উজ্জ্বল সংযোজন। ভবিষ্যদ্‌দ্রষ্টা রোকেয়ার দূরদৃষ্টিকে এই রচনায় পাঠক খুব সহজেই চিনে নিতে পারে।

by চন্দন আঢ্য | 13 December, 2020 | 1048 | Tags : Rokeya Feminism Vision Sultana's Dream Women