পুরুষ-নারী নির্বিশেষে আমাদের দায় নারীবাদী হওয়ার

সংস্কৃতি মানুষকে তৈরি করে না, মানুষই সংস্কৃতির জন্মদাতা। যদি এমন কোন সংস্কৃতি থাকে যা মেয়েদেরকে 'অর্ধেক-আকাশ'-এর মর্যাদা দেয় না, তবে সময় হয়ে গেছে সেই সংস্কৃতিকেই খোলনলচে বদলে ফেলার। সমাজে প্রবহমান লিঙ্গবৈষম্যকে স্বীকার করে যারা সংশোধনের প্রয়াস করেন, তিনি পুরুষ বা নারী যেই-হোন না কেন, তিনিই প্রকৃতপ্রস্তাবে 'ফেমিনিস্ট'। আসুন, আমরা সকলেই 'ফেমিনিস্ট' হই।

by চন্দন আঢ্য | 30 June, 2024 | 1507 | Tags : feminist We Should All Be Feminists Chimamanda Ngozi Adichie gender equality