এক টুকরো আকাশ (পর্ব- ৪)

আমি  আগু-পিছু না ভেবে সবটুকু তুঁত মুখে ঢেলে জল দিয়ে গিলে ফেললাম। মনের ভার সহ্য করতে পারছি না। এর থেকে মুক্তি পেতে গেলে এ ছাড়া  আর উপায় কি? হঠাৎ করে আমার মনে হল, আমি মরে গেলে আমার দাদাকে পুলিশে ধরে নিয়ে যাবে না তো? নীলেশদা সেও কি ছাড়া পাবে এর দায় থেকে? একটা কাগজ নিয়ে যা মনে এল  লিখে দিলাম। ততক্ষণে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে। 

by মীরা কাজী | 25 November, 2024 | 65 | Tags : Novel Bengali Women Chapter series Four