৮ মার্চ ভুলিয়ে দিচ্ছে শ্রমজীবী নারীদিবসের কথা

বাজারের হাত ধরে উঠে আসা বুর্জোয়া, পেটি বুর্জোয়া ভাবনায় নারীদিবস যেন বিজ্ঞাপনী চমকে মোড়া শুধু গহনার মজুরীতে ছাড়ের গল্প না হয়ে দাঁড়ায়, তাই বারবার আমাদের অনুশীলনের ফাঁকে ফাঁকে মনে করতেই হবে শ্রমজীবী মেয়েদের আখ্যান। ইতিহাসে যারা রুটি আর ফুলের জন্য জান দিয়েছে, তাদের স্মরণ করে উত্তরসূরীদের দায় বর্তায় আজকের শ্রমজীবী মেয়েদের শৃঙ্খল ভাঙার শব্দগুলোকে চেনার জানার।

by শ্রীরূপা মান্না | 06 March, 2024 | 781 | Tags : Eight March International Working Women's day