আখতার মহল সৈয়দা খাতুন : ১৯২৮ সালেই থেমে যায় চাবুক চালানো কলম
নজরুল ইসলামের প্রেরণায় আখতার মহলের ‘নিয়ন্ত্রিতা’ (নওরোজ, ১৩৩৪), ও ‘মরণবরণ’ (সওগাত, ১৩৩৬) প্রকাশিত হয়। তবে গ্রন্থ প্রকাশের পথ তত সুগম ছিল না। জমিদার বাড়ির বধূর লেখা বাইরে প্রকাশ হোক এটা শ্বশুরবাড়ির মানুষ চাননি। এই জ্ঞানপিপাসু, শিক্ষানুরাগী মহিলার বিবাহিত জীবন তাই সুখের ছিল না। লেখা দুটোর মধ্যেই তার স্পষ্ট প্রভাব। ‘নিয়ন্ত্রিতা’ ও ‘মরণবরণ’-কে কোনো সমালোচক উপন্যাস বলেছেন। ১৯২৮ সালে মাত্র ২৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
by আফরোজা খাতুন | 02 May, 2023 | 928 | Tags : akhter mahal syeda khatun writer