শ্রদ্ধার্ঘ্যে শিরিন আবু আলেখ, ১৯৭১-২০২২
শিরিন জন্মসূত্রে প্যালেস্তিনীয়-আমেরিকান। কর্মসূত্রে সাংবাদিক। কাতারের আল-জাজিরা সংবাদগোষ্ঠীর সঙ্গে প্রায় ২৫ বছর ধরে তিনি যুক্ত ছিলেন। ছিলেন, কারণ গত ১১ই মে, ২০২২ ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যবর্তী বিতর্কিত ওয়েস্ট ব্যাঙ্ক অঞ্চলে জেনিন উদ্বাস্তু শিবিরে সংবাদ সংগ্রহের সময় অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে তিনি নিহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্ক টাইমস তাদের রিপোর্টে শিরিন সম্পর্কে বলতে গিয়ে উল্লেখ করে, “প্যালেস্তাইন ও আরব দুনিয়াতে তিনি কার্যত প্রত্যেক পরিবারের কাছেই পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 21 May, 2022 | 366 | Tags : journalist al jazeera shireen abu alekh