মৃত কি জীবিত
এখনতো আর কোনও অতিথির আসার কথা নয়। তাদের চারজোড়া চোখ দেখল দরজার বাইরে আবছা অন্ধকারে গায়ে ধূসর পাতলা চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়ামূর্তি। মা! বুকের ভেতরটা ধড়াস্ করে উঠলো ইশার। মা ফিরে এসেছে! দূরের স্ট্রিট ল্যাম্পের মিহি আলোয় তার মুখের ওপর আলো আঁধারির এক অদ্ভুত রহস্যময় খেলা চলছে। এরমধ্যেও দুই ভাইবোনের আজন্ম পরিচিত মায়ের সেই মুখ চিনে উঠতে কোনও অসুবিধা হল না।
by শতরূপা সিংহ | 21 April, 2022 | 333 | Tags : short story dead or alive