গর্ভপাত ও রাষ্ট্রীয় অনুশাসন
গর্ভধারণ ও গর্ভপাত একান্ত ব্যক্তিগত পরিসরে আলোচ্য একটি বিষয়, কারণ দুজন মানুষ যখন সন্তানধারণের মত সিধান্ত নেন তার পিছনে সামাজিক, অর্থনৈতিক, মানসিক এবং শারীরিক নানান বিষয় ন্যস্ত থাকে। এই আইনটি বস্তুতই সারা বিশ্বের মুক্তমনা মানুষদের বিশেষভাবে চিন্তিত করেছে। আমেরিকা গর্ভপাতের অধিকার খর্ব করে পিতৃতান্ত্রিক সমাজে মহিলাদের অবদমিত করার ঐতিহাসিক প্রথাকেই এক ধাপ এগিয়ে দিল।
by মোনালিসা পাত্র | 23 June, 2024 | 424 | Tags : abortion law america patriarchy