রায়াদির ক্লিনিক (পর্ব ১)

আমাদের দেশে মনের গুরুত্ব নেই । মানুষের গুরুত্ব নেই। মানসিক রোগ তো দূরের ব্যাপার। যে মানসিক একাকিত্ব, যে পরিবেশে কাউকে পাশে দেখতে না পেয়ে, নিজেকে কারুর সাথে মেলাতে না পেরে,  নিজেকে ছড়িয়ে দিয়ে খুঁজে না পেয়ে, গলায় দড়ি দিল আঠারো বছরের মেয়েটা — সেই মানসিক যন্ত্রণাতেই বোনের গায়ে হাত তুলছে তার মা। জানিনা বয়স বাড়লে পুঁচকেটা কোন মানসিক যন্ত্রণা ভোগের দাবিদার হয়ে উঠবে। লজ্জা, না অপরাধবোধ, না রাগ।

by রুমেলিকা কুমার | 19 July, 2023 | 792 | Tags : Raya debnath clinic women society awareness