রোকেয়া সাখাওয়াত হোসেন

বিশ শতকের প্রথম দশকে বাংলার সমাজ প্রগতির লক্ষ্যে, নারীশিক্ষার বিস্তারে, নারীর অধিকার রক্ষার আন্দোলনে, নারীশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায়, সংগঠন প্রতিষ্ঠায়, নারী আন্দোলনের নেত্রী সংগঠক ও কর্মী তৈরি করার কাজে, নারীর ভোটাধিকার-আন্দোলনে এবং সাহিত্যচর্চায় যাঁরা ব্রতী হয়েছিলেন; তাঁদের মধ্যে রোকেয়া সাখাওয়াত হোসেন অনন্য। বড়ই অমর্যাদাকর-বেদনাদায়ক-মর্মপীড়াদায়ক বাধার মধ্য দিয়ে তিনি জীবনব্যাপী সাধনা করেছেন সমাজপ্রগতির জন্য। ৯ ডিসেম্বর রোকেয়ার জন্ম ও মৃত্যুদিন উপলক্ষ্যে দ্বিতীয় প্রবন্ধ।

by মালেকা বেগম | 08 December, 2021 | 2019 | Tags : rokeya biography women empowerment early 20th century