একটি আন্দোলনের নাম পরীমনি
পরীমনির পক্ষ নিয়ে অনেকেই প্রতিবাদ করেছেন। অল্পবয়সী সাহসী অকুতোভয় নারীকে দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। নারীবিদ্বেষের প্রতি প্রতিবাদ, একটি সিস্টেমের বিরুদ্ধে গর্জে ওঠার খুব প্রয়োজন ছিল। এই লড়াইয়ের ফলে পরীমনি একটি আইকনিক চরিত্র হয়ে উঠেছেন। তিনি সামাজিক ট্যাবু ভেঙেছেন, পিতৃতান্ত্রিক সমাজকে বুড়ো আঙুল দেখিয়েছেন।
by তামান্না | 22 October, 2021 | 585 | Tags : parimoni bangladesh patriarchy don't love me bitch