জাইব-উন-নিসা হামিদুল্লাহ

১০সেপ্টেম্বর ২০০০ সালে, ৮১ বছর বয়সে জাইব-উন-নিসা হামিদুল্লাহ প্রয়াত হন। তাঁর জন্ম ১৯১৮ সালের ২৫ডিসেম্বর কলকাতার এক বিখ্যাত বাঙালি পরিবারে। তিনি লেখক, অনুবাদক এস ওয়াজেদ আলির কন্যা। দেশভাগের আগে পর্যন্ত শিক্ষিত, সংস্কৃতিমনজ্ঞ, সমৃদ্ধ বাঙালি পরিবারের আবহাওয়ায় জাইব-উন-নিসার জীবন গড়ে উঠেছে। তিনিই প্রথম ভারতীয় মুসলিম মহিলা যাঁর আর্টিকেল খবরের কাগজগুলোতে প্রকাশিত হত।  

by সিউ প্রতিবেদক | 10 September, 2021 | 517 | Tags : jaib-un-nisa-hamidullah born india colamist poet writer activist