জাইব-উন-নিসা হামিদুল্লাহ

  • 10 September, 2021
  • 0 Comment(s)
  • 537 view(s)
  • লিখেছেন : সিউ প্রতিবেদক
১০সেপ্টেম্বর ২০০০ সালে, ৮১ বছর বয়সে জাইব-উন-নিসা হামিদুল্লাহ প্রয়াত হন। তাঁর জন্ম ১৯১৮ সালের ২৫ডিসেম্বর কলকাতার এক বিখ্যাত বাঙালি পরিবারে। তিনি লেখক, অনুবাদক এস ওয়াজেদ আলির কন্যা। দেশভাগের আগে পর্যন্ত শিক্ষিত, সংস্কৃতিমনজ্ঞ, সমৃদ্ধ বাঙালি পরিবারের আবহাওয়ায় জাইব-উন-নিসার জীবন গড়ে উঠেছে। তিনিই প্রথম ভারতীয় মুসলিম মহিলা যাঁর আর্টিকেল খবরের কাগজগুলোতে প্রকাশিত হত।  

১০সেপ্টেম্বর ২০০০ সালে, ৮১ বছর বয়সে জাইব-উন-নিসা হামিদুল্লাহ প্রয়াত হন। তাঁর জন্ম ১৯১৮ সালের ২৫ডিসেম্বর কলকাতার এক বিখ্যাত বাঙালি পরিবারে। তিনি লেখক, অনুবাদক এস ওয়াজেদ আলির কন্যা। দেশভাগের আগে পর্যন্ত শিক্ষিত, সংস্কৃতিমনজ্ঞ, সমৃদ্ধ বাঙালি পরিবারের আবহাওয়ায় জাইব-উন-নিসার জীবন গড়ে উঠেছে। তাঁদের ৪৮ নং ঝাউতলার (কলকাতা) বাড়িতে সাহিত্যিকদের আড্ডার আসর বসত। জাইব-উন-নিসাদের মূল বাড়ি হুগলির জনাইয়ের কাছে বড়তাজপুর গ্রামে। তাঁর পড়াশোনা লরেটো হাউস কনভেন্টে। বাড়ির পরিবেশের কারণে ছোট থেকেই জাইব-উন-নিসাও  লেখালেখির সঙ্গে যুক্ত হলেন। শুরু করেন কবিতা লেখা। তবে তিনিই প্রথম ভারতীয় মুসলিম মহিলা যাঁর আর্টিকেল খবরের কাগজগুলোতে প্রকাশিত হত। ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতার বই 'Indian Bouquet' প্রকাশিত হয়। 

১৯৪০-এ খালিফা মহম্মদ হামিদুল্লাহকে জাইব-উন-নিসা বিয়ে করেন। বিয়ের পর স্বামীর সঙ্গে তিনি পাঞ্জাব চলে যান। যা স্বাধীনতার পর পাকিস্তানের অংশ হল। ১৯৪৭ সালে ভারত থেকে যেসব রিফুউজি পাকিস্তানে পৌঁছান, তাঁদের নানা ধরনের সহযোগিতা করার কাজে যুক্ত ছিলেন জাইব-উন-নিসা এবং তাঁর স্বামী।পাকিস্তানে তিনি পাকাপাকিভাবে সাংবাদিকতা শুরু করেন। তাঁর লেখাতে মেয়েদের অধিকারের দিক বিশেষ গুরুত্ব পেয়েছে। নিজের মত প্রকাশ করতে কখনও ভয় পাননি। তাঁর সচেতনতামূলক লেখাগুলো মহিলাদের অধিকার রক্ষার সংগ্রামে একটা বড় পদক্ষেপ নিয়েছে। 

জাইব-উন-নিসা পাকিস্তানি ওয়ার্কিং উইমেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। অল পাকিস্তান উইমেন এসোসিয়েশনের (APWA) গুরুত্বপূর্ণ সদস্যের ভূমিকা পালন করেছেন। সাহিত্যচর্চা, সাংবাদিকতা ও সমাজকর্মে আজীবন নিয়োজিত ছিলেন।  তাঁর কর্মের প্রধান এবং মূল অভিমুখ ছিল নারীর অধিকার প্রতিষ্ঠা। 

 ছবি : সংগৃহীত

0 Comments

Post Comment