আমাদের এক হওয়ার দিন
ইতিহাস বলে মানুষের বুকে যে আগুন আছে তা ছাই চাপা দিলেও ধিকি ধিকি জ্বলতে থাকে। টাকা আর মানুষের লড়াইয়ে চেষ্টা করে গেলে মানুষ ঠিক জিতে যায়। কখনো না কখনো, কোনো এক দিন। আজ শুধু সেটুকুই জোরের জায়গা। তাই আজ আমাদের, মানুষের এক হওয়ার দিন। আজ মানুষ বনাম অমানুষদের লড়াইয়ে হার না মানা জেদের দিন। এই জেদটুকু শুধু টিঁকিয়ে রাখতে পারলেই জিতে যাবো ঠিক।
by শ্রীপর্ণা | 01 September, 2024 | 131 | Tags : R G KAR Twenty scened day protest kolokata