আমাদের এক হওয়ার দিন

  • 01 September, 2024
  • 0 Comment(s)
  • 110 view(s)
  • লিখেছেন : শ্রীপর্ণা
ইতিহাস বলে মানুষের বুকে যে আগুন আছে তা ছাই চাপা দিলেও ধিকি ধিকি জ্বলতে থাকে। টাকা আর মানুষের লড়াইয়ে চেষ্টা করে গেলে মানুষ ঠিক জিতে যায়। কখনো না কখনো, কোনো এক দিন। আজ শুধু সেটুকুই জোরের জায়গা। তাই আজ আমাদের, মানুষের এক হওয়ার দিন। আজ মানুষ বনাম অমানুষদের লড়াইয়ে হার না মানা জেদের দিন। এই জেদটুকু শুধু টিঁকিয়ে রাখতে পারলেই জিতে যাবো ঠিক। 

আজ ৩১ অগাস্ট। কাল থেকে নতুন মাস শুরু হবে। ৯ তারিখ থেকে ৩১ অগাস্ট, মানে ২২ দিন, মানে ইতিমধ্যে ২২ বার সূর্য সারা দুনিয়াকে পুরো ঘুরে ফেলেছে অথচ এখনও বিচারের চাকা এক চুলও নড়তে পারলো না। হয়তো গোটা পৃথিবীর থেকে তার ওজন ভারি, তাই। জানি না। তবুও আমরা এখনও রাস্তা ছাড়িনি। রাস্তাতে দাঁড়িয়েই আমরা সুবিচার চেয়ে যাচ্ছি, চেষ্টা করছি দুর্নীতি-অপশাসন-ঔদ্ধত্যের ওপর জমে ওঠা এই জগদ্দল পাথরকে গড়িয়ে ফেলার, পারছি না তবু চেষ্টাটা করেই যাচ্ছি। ২২ দিন, ৫২৮ ঘণ্টা আর ১৯,০০,৮০০ সেকেন্ড ধরে সরকারের চোখে চোখ রেখে আমরা চেষ্টাটা করেই যাচ্ছি। কারণ একটাই। যথেষ্ট হয়েছে। আর নয়। এবং এই আর নয়-এর ভিত্তি প্রত্যেকটি ক্ষমতালোভী রাজনৈতিক দলের উদ্দেশ্যেই বলে ওঠা। পাড়ার পুজো কমিটি থেকে ফুটবল ক্লাব হোক বা রাজনৈতিক সংগঠন সবই তো মানুষ দিয়ে, মানুষকে নিয়ে, মানুষের জন্যেই তৈরি। অথচ কেন্দ্রে হোক বা রাজ্যে এরা শুধু, শুধুই নিজেদের আখের গোছাচ্ছে মানুষকে উপেক্ষা করে। যারা ভরসা করে ক্ষমতা তুলে দিয়েছিল তাদেরকেই আরও আরও আরও দু:খে কষ্টে রাখার প্ল্যান বানিয়ে যাচ্ছে নিজেদের জন্য। সে তা পেট্রিয়ার্কাল সমাজে কেউ মহিলা হওয়ার প্রিভিলেজ উঠিয়েই হোক বা কেউ এক দেশ, এক জাতি, আমার স্বদেশ, আমার ধর্ম, আমার মন্দির, আমার ভগবান, আমার সব, আমি, আমি, আমি করে হিংসা ছড়িয়ে হোক। এমন তাদের লোভ, আর এমনই তাদের সাহস। আর রাস্তা-ঘাটে-বাড়িতে-কাজের জায়গায় মানুষ উপেক্ষা, অপেক্ষা আর অবহেলা পেতে পেতে একটু ভালো থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

কিন্তু সময় এগোচ্ছে। অসম্ভব ক্ষমতা নিয়ে সিংহাসনে বসে থাকা সেই মানুষগুলোর উল্টোদিকে আমাদের মতো সাধারণ মানুষের শক্তি কমতে শুরু করেছে। প্রতিদিন 'কিচ্ছু হবে না' আর 'শেষ দেখে ছাড়বো'র দড়ি টানাটানিতে কিছুই হবে না'র পাল্লা একটু একটু করে ভারি হচ্ছে। মানিয়ে নিতে নিতে আবারও মেনে নিতে শিখে যাচ্ছি আর.জি.করের সেমিনার রুমে আমি, আমার মেয়ে, আমার মা, আমার বোন, আমার বন্ধু যে কোনো দিন যে কেউ থাকতে পারি একইভাবে নিস্তব্ধ হয়ে শুয়ে। তখন চাদর মুড়ে তড়িঘড়ি আমাদেরকেও ঠিক একইভাবে আগুনে পুড়িয়ে দিয়ে উল্টোদিকের চেয়ারে বসে থাকা সব কটা মানুষ নতুন কাউকে মারার হিসেব কষবে।

কিন্তু ইতিহাস বলে মানুষের বুকে যে আগুন আছে তা ছাই চাপা দিলেও ধিকি ধিকি জ্বলতে থাকে। টাকা আর মানুষের লড়াইয়ে চেষ্টা করে গেলে মানুষ ঠিক জিতে যায়। কখনো না কখনো, কোনো এক দিন। আজ শুধু সেটুকুই জোরের জায়গা। তাই আজ আমাদের, মানুষের এক হওয়ার দিন। আজ মানুষ বনাম অমানুষদের লড়াইয়ে হার না মানা জেদের দিন।

এই জেদটুকুই শুধু টিকিয়ে রাখতে পারলেই জিতে যাবো ঠিক। 

লেখক : সমাজকর্মী 

ছবি : সংগৃহীত 

0 Comments

Post Comment