এক ধর্ম, এক ভাষা, এক রাষ্ট্রনীতির বিরুদ্ধে ভাষা-আন্দোলন

সেদিনের পাকিস্তানের পাঞ্জাবি শাসক ছাপান্ন শতাংশ বাঙালিসহ অন্য মাতৃভাষী নাগরিকদের উপর উর্দু চাপাতে চেয়েছিল—এক রাষ্ট্র, এক ভাষা, এক ধর্ম, এই দখলদারি তৈরির উদ্দেশ্যে। বিশেষ করে রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণ চালু  রাখতে গেলে বাঙালির সংস্কৃতি নষ্ট করা দরকার। বাঙালির আনুগত্য আদায়ের জন্য ভাষাকে ধর্মের সঙ্গে যুক্ত করে ইসলামি বোধ জাগানোর চেষ্টা করে পাকিস্তানের মুসলমান অবাঙালি শাসকশ্রেণি। শাসকশ্রেণির সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে গড়ে ওঠে পূর্বপাকিস্তানের সংগ্রামী চেতনা।

by আফরোজা খাতুন | 20 February, 2024 | 856 | Tags : international vernacular day martyr bangladesh fascist government