জনক

তা এ ধরনের মুখরোচক সংবাদ আত্মীয় মহলে বেশিদিন চাপা থাকে না। কথাটা পাঁচ কান হতেই সর্বাণীকে তারা কেউ ঘৃণার চোখে দেখে কেউ বা ওর প্রতি অন্তরের গভীরতম সহানুভূতি প্রকাশ করে, আবার কেউ কেউ ওর সংস্পর্শ এড়িয়ে চলতে পারলেই নিজেকে কৃতার্থ বোধ করে।

by শতরূপা সিংহ | 05 June, 2023 | 186 | Tags : short story Bengali jonok patriarchy