ডাকিনী
মোড়ল ঠোঁটে একটা আঙুল চেপে ধরে বললেন, ‘তুমি জেনেছ ঠিক আছে, তবে সাবধান কথাটা যেন পাঁচ কান না হয়। তোমাকে যা করতে বলছি তাই কর, যেভাবে হোক হাসপাতালে টাকা খাইয়ে একটা মিথ্যে ডেথ সার্টিফিকেট বের করে আনো ললিতা দেবীর নামে, ওতেই কাজ হবে। তারপর বুড়ি জ্যান্ত থাক কি মরুক তাতে কিছু যায় আসে না। একবার দেহটা পুড়িয়ে দিতে পারলেই ব্যাস কাজ
শেষ।’ সমাজের বাস্তবচিত্র নিয়ে ছোটগল্প 'ডাইনি'।
by শতরূপা সিংহ | 21 November, 2022 | 200 | Tags : short story bengali dakini satarupa singha