জরিশিল্পীদের করুণ চিত্র
লকডাউনে জরিশিল্পীদের কাজ বন্ধ। ত্রাণের দিকে চেয়ে থেকেই ওঁদের এখন দিন গুজরান। অনেকের স্বামীরাও জরির কাজেই গিয়েছিলেন ভিন রাজ্যে। সেখানেও কাজ বন্ধ। বাড়ি ফেরার পথও বন্ধ। পাঁচলার শিল্পীরা অপেক্ষায় আছেন, যদি কেউ তাঁদের স্বামীদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে দেন, সবাই মিলে তাহলে কাটাতে পারবেন একটা দুঃসময়ের খুশির ইদ।
by আফরোজা খাতুন | 17 May, 2020 | 917 | Tags : women workers covid19 coronavirus jarishilpi labourers