নতুন বছর উদযাপনে 'বুল্লি বাই'

সমাজকর্মী, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, পাইলটের মতো স্বস্থানে প্রতিষ্ঠিত নারী সুল্লি ডিলসের ডিল অব দ্য ডে- তে ডিল হিসাবে নিলামে উঠেছিল। সেইসময় পাইলট হানা মহসিন খান নয়ডায় এফআইআর করেন। হানা ছাড়াও কংগ্রেস সোশ্যাল মিডিয়া দলের আহ্বায়ক হাসিবা আমিন, কবি নাবিয়া খানও দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন। প্রসঙ্গত, 'সুল্লি' শব্দটি একটি মানহানিকর হিন্দি স্ল্যাং। ভারতীয় হিন্দু সংগঠনগুলো মুসলিম নারীদের হেয় করার জন্য এই স্ল্যাং ব্যবহার করে। 'বুল্লি' শব্দের  অর্থ নিন্দনীয়।

by তামান্না | 15 January, 2022 | 516 | Tags : new year bulli bai india