লিঙ্গ-ছকের থাবায় জনপ্রিয় কার্টুন
শিশুরা কার্টুন দেখতে দেখতে কল্পনার জগতে বাস করতে শুরু করে। শিশুপুত্ররা ছোট থেকে বিশ্বাস করে মেয়েরা দুর্বল। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ডিজনি-চলচ্চিত্র দেখে শিশুকন্যাদের ‘প্রিন্সেস এফেক্ট’ নামক মারাত্মক মানসিক সমস্যার সৃষ্টি হয়। শিশুকন্যারা ছোট থেকে নিজের শরীর নিয়ে অতি মাত্রায় সচেতন হয়ে পড়ে। ত্বকের রঙ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। ছোট থেকে রূপকথার গল্প শুনে,ডিজনি প্রিন্সেসদের দেখে বড়ো হওয়া শিশুকন্যাদের ভবিষ্যৎ খুব একটা আনন্দের হয় না, মনের অজান্তে তাঁরা গভীর অসুখের শিকার হয়।
by তামান্না | 10 February, 2021 | 1871 | Tags : cartoon gender women girl patriarchy