শাহবানো থেকে শায়ারা বানো—তিন তালাকের বিরুদ্ধে এক অসম্ভব যুদ্ধের কাহিনি

একটি অসফল বৈবাহিক সম্পর্কে যে কেউ দাঁড়ি টানতে পারেন, সে আইনি অধিকার তাঁর অবশ্যই আছে। কিন্তু একই সাথে মুখে তিনবার তালাক উচ্চারণ করে স্ত্রী সন্তানদের প্রতি যাবতীয় কর্তব্য দায়িত্ব ঝেড়ে ফেলার অধিকারটা তাঁরা কোথা থেকে পান সেটাও ভেবে দেখার বিষয় অবশ্যই।

by রাণা আলম | 11 July, 2021 | 1101 | Tags : triple talaq india muslim patriarchy case supreme court women