পতি বিনা রমণীর গতি নাহি আর

‘‌পতি বিনা রমণীর গতি নাহি আর’‌—এই প্রবাদ শোনেননি তেমন মেয়ে ভূভারতে আছেন কি? আমাদের দেশে কোনও পরিবারে যদি একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মায়, কন্যাসন্তানটি সেই একরত্তি অবস্থাতে টের পেয়ে যায়, তার কেয়ার গিভার অর্থাৎ মা-বাবা, পরিবারের অন্য সদস্যরা তাদের (ভাই-বোন) দুজনের ক্ষেত্রে ভিন্ন আচরণ প্রদর্শন করছেন। পিতৃতান্ত্রিক সমাজ ছোট অবস্থাতে একটি মেয়ের মাথায় গেঁথে দেয় তার জীবনের আসল উদ্দেশ্য বিয়ে। চাকরি, মা-বাবার দায়িত্ব গ্রহণ এসব তার জন্য গৌণ। 

by তামান্না | 19 December, 2022 | 1463 | Tags : gender discrimination marriage childhood patriarchy india domestic violence