শাপিতপুরুষ (তৃতীয় কিস্তি)
পূর্বকথা : দ্বিধা-ভয় এবং অমীমাসিংত প্রশ্নের মুখোমুখি দাঁড়ায় সুমন-রিমার প্রেম ও বিশ্বাস। আমি অন্ধ লোভে পড়েছি, আমি কি পথ হারিয়ে ফেলেছি প্রভূত প্রশ্নবাণে জর্জরিত রিমার আত্মজিজ্ঞাসা, আমি কি তাহলে সুমনের প্রেমে পড়েছি? এরই নাম কি প্রেম? এখান থেকে ফেরার পথ নেই? এরপর কী? বিয়ে? সর্বনাশ! কোন সর্বনাশা পথে হাঁটছি আমি! ...জ্বরের প্রকোপ বেড়ে গেল কিনা, অস্পষ্ট স্বরে মাকে ডাকে রিমা, মা, মাগো, তোমার মেয়ে দেখো সর্বনাশা প্রেমে পড়েছে? তুমিই পারো বাঁচাতে।
by চন্দন আনোয়ার | 05 December, 2021 | 459 | Tags : novel bengali society movement chondon