সঙ্গী নির্বাচনের স্বাধীনতা একটি সাংবিধানিক অধিকার

ভারতে ভিন্ন ধর্মে বিয়ে নতুন নয়। দীর্ঘদিন ধরেই সঙ্গী নির্বাচনের স্বাধীনতা আছে বলেই প্রাপ্ত বয়স্ক ছেলে ও মেয়েরা ধর্মের বেড়াজাল ছিঁড়ে অন্য ধর্মের মানুষকে বিয়ে করেছেন, যা মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু সহ্য হল না ধর্ম ব্যবসায়ীদের। “লাভ জিহাদ” নাম দিয়ে ইন্টারফেথ ম্যারেজগুলো ভাঙো আর তাদের চরম হেনস্থা করো।

by ​​​​​​​শর্মিলা ঘোষ | 19 February, 2021 | 762 | Tags : interreligion marriage special marriage act 1954 love jikad constitutional rights india