বিজ্ঞাপনে লিঙ্গবৈষম্য
পিতৃতন্ত্রের হাতে নারী ‘ভোগ্যপণ্য’ হয়ে উঠেছে মৌলিক ভাবনার মৃত্যুতে। যুগযুগ ধরে এমন কোনও যাদুকাঠিও হাতে নেই যা মৃত ভাবনাকে বাঁচিয়ে তুলতে পারে। যার ফলে বিজ্ঞাপনেও লিঙ্গ বৈষম্যের তীব্রতা এতটাই ক্ষতের সৃষ্টি করেছে যা নারীর স্বাভিমানে লাগবেই।
by তামান্না | 16 May, 2023 | 3642 | Tags : gender advertisemrnt inequality patriarchy consumer goods