উত্তরা চক্রবর্তী : আলোকিত মানুষ
কয়েকদিন আগে খবর এলো দিদি (উত্তরা চক্রবর্তী) আর নেই। মনে হলো চারপাশের আলো কিছু কমে গেল। এমন মানুষগুলি আছেন এমন ভাবনাই অনেক শক্তি যোগায়, নিয়মিত যোগাযোগ না থাকলেও। মনে মনে জানতাম দিদি আছেন, যে কোনও প্রয়োজনে আবারও যদি তাঁর আশ্রয় নিই তিনি ফেরাবেন না, সাথে থাকবেন, পরামর্শ দেবেন, হাত ধরে রাস্তাও চেনাবেন। সবার চলে যাওয়া প্রস্থান হয় না।
by রেজিনা বেগম | 09 January, 2021 | 651 | Tags : uttara chakraborty professor writer critic historian