প্রতিবাদী মেয়েরা ও মোদি জমানা

মোদি সরকারের সব অত্যাচার তুচ্ছ করে, মনুবাদী অনুশাসনের তোয়াক্কা না করে  প্রতিবাদীদের একেবারে সামনের সারিতে উঠে আসছে মেয়েরা। এই মেয়েরা কেউ শহরের, কেউ গ্রামের, অর্থনৈতিক অবস্থাও তাদের ভিন্ন ভিন্ন, শিক্ষা স্ট্যাটাস সুবিধা কোনকিছুতেই তারা সমান নয়। শুধু একটি জায়গায় তারা এক—স্বৈরাচারের বিরুদ্ধে অকুতোভয় প্রতিবাদ।

by প্রতিভা সরকার | 19 March, 2021 | 791 | Tags : modi government Oppressed woman rights of women protesting women gouri lankesh dadi of shahinbagh