বিপর্যয় ও উত্তর ২৪ পরগনার দিনমজুর মেয়ে
দৈনিক রোজগারের তাগিদে বহু মেয়ে পাশের জেলাগুলো থেকে কলকাতায় আসেন। প্রতিদিন যাতায়াত করেন তাঁরা। লকডাউন তাঁদের মুখের খাবার কেড়েছে। এতদিন ঘর আগলে লকডাউন ওঠার অপেক্ষায় ছিলেন। আমফান এসে ঘরটাও শেষ করে দিল। এখন শুধুই হাহাকার।
by তামান্না | 06 June, 2020 | 1043 | Tags : lockdown amphan daily wage labourer women west bengal