গেরুয়া বাহিনীর চক্রান্ত
কোন এক অজ্ঞাত কারণে মুসলিম নারীরা অঘটন ঘটন পটিয়সী হয়ে উঠেছেন! সুল্লি ডিলস, বুল্লি বাই, হিজাব বিতর্ক একটার পর একটা ঘটনা ঘটেছে এদেশে । মুসলিম নারীরা ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকছেন! কে বা কারা পরিকল্পনা মাফিক এই সকল কাজ করছেন? সন্দেহ জাগে মনে। এদিকে আবার আমাদের মহামান্য রাজাধিরাজ উত্তরপ্রদেশের সাহারানপুরে একটি জনসভায় বক্তৃতায় বলেছেন-"‘মুসলিম বোন-কন্যারা আমাদের সদিচ্ছা বোঝেন"।
by তামান্না | 25 November, 2022 | 662 | Tags : hijab debate india safron politics