গেরুয়া বাহিনীর চক্রান্ত

কোন এক অজ্ঞাত কারণে মুসলিম নারীরা অঘটন ঘটন পটিয়সী হয়ে উঠেছেন! সুল্লি ডিলস, বুল্লি বাই, হিজাব বিতর্ক একটার পর একটা ঘটনা ঘটেছে এদেশে । মুসলিম নারীরা ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকছেন! কে বা কারা পরিকল্পনা মাফিক এই সকল কাজ করছেন? সন্দেহ জাগে মনে। এদিকে আবার আমাদের মহামান্য রাজাধিরাজ উত্তরপ্রদেশের সাহারানপুরে একটি জনসভায় বক্তৃতায় বলেছেন-"‘মুসলিম বোন-কন্যারা আমাদের সদিচ্ছা বোঝেন"।

by তামান্না | 25 November, 2022 | 677 | Tags : hijab debate india safron politics

রায়াদির ক্লিনিক (পর্ব-৪)

এখানে কেউই আমাকে ডাক্তার বলে ডাকেন না। বেশিরভাগ ক্ষেত্রেই দিদি সম্বোধনই কানে আসে।  আসলে দিনের শেষে যাঁরা কাউকেই কিছু বলতে পারেন না, বলার জায়গাটুকু পাননা-- অন্তত যদি একজনকেও তাঁরা পান হাতের কাছে – মেয়ে বলেই যদি গিয়ে বলার স্বাচ্ছন্দ্য খুঁজে পান – তাহলে তাঁর মধ্যে লিঙ্গবৈষম্য থাকতে পারে – কিন্তু সেই মহিলা ডাক্তার হিসেবে নিজে হাজির থাকতে পারাটা মর্যাদার, সম্মানের। একটা প্রিভিলেজ। ঐ দিদি ডাকটা ভালোবাসার। সমস্যার সাথে সাথেই চুরি করি জীবনের গল্প। প্রতিফলন ঘটে কিছু লেখায়। কিছু ভাবনায়। কিছু আগামীতে।

by রুমেলিকা কুমার | 31 July, 2023 | 712 | Tags : raya clinic hijab debate movement