নারীকে নিজস্ব সম্পত্তি ভেবে অনার কিলিং!‌

​​​​​​​অনার কিলিংয়ের ক্ষেত্রে পরিবারের সম্মানহানি হচ্ছে, শুধুমাত্র এই সন্দেহের বশে কোনো মহিলাকে খুন করা যায়। প্রশ্নটা হচ্ছে যে কাল্পনিক সম্মানহানির ভিত্তিতে খুনটাকে জায়েজ করা হচ্ছে তার ব্যাখ্যাটা কী? গোটা পরিবারে মেয়েটিকেই শুধু সম্মানের ভার বইতে হবে কীসের জন্য, সে প্রশ্নের উত্তর নেই। আসলে এই সম্মানহানির কাল্পনিক অভিযোগ পুরুষতন্ত্রের পুরনো অভ্যেস মাত্র, যেখানে মেয়েদের নিজস্ব সম্পত্তি ভাবা হয়। 

by রাণা আলম | 08 October, 2020 | 1123 | Tags : honor killing defamation patriarchy india women