পিঞ্জরা তোড় মেয়েদের সাহসের দরজায় কড়া নাড়বে
সুরক্ষার নামে মেয়েদের হোস্টেলে নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণের নামে মুক্তি ও স্বাধীনতা কেড়ে নেওয়ার বিপক্ষে সওয়াল করে 'পিঞ্জরা তোড়'। লড়াই করে নানা বৈষম্যের বিরুদ্ধেও। এন আর সি, এন পি আর, সিএ এ-এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়ে পিঞ্জরা তোড়ের দেবাঙ্গনা কলিতা ও নাতাশা নারওয়াল তাই আজ ইউএ পিএ আইনের ধারায় বন্দি।
by জিনাত রেহেনা ইসলাম | 08 June, 2020 | 889 | Tags : delhi UAPA Pinjra tod Devangana Kalita Natasha Narwal NRC NPR CAA