আন্তর্জাতিক নারীদিবস : কিছু ভাবনা
নারীবাদ হল এমন এক তাত্ত্বিক অবস্থান যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে জীবনের সব ক্ষেত্রে ঘাপটি মেরে বসে রয়েছে পিতৃতন্ত্র নামের এমন একটি শক্তিশালী সর্বত্রবিরাজমান ব্যবস্থা যা আমাদের মগজে ঢুকিয়ে দিতে চায় যে নারী পুরুষের থেকে নিকৃষ্ট, পুরুষ নারীর প্রভু। পিতৃতন্ত্রের আধিপত্য কায়েমের পন্থা এবং কৌশল সম্বন্ধে সচেতনতা থেকে উদ্ভূত হয় এই ব্যবস্থাটাকে ধ্বংস করার তাগিদ, অসাম্যভিত্তিক এই সমাজব্যবস্থাকে পরিবর্তনের তাগিদ, নারী-পুরুষের সাম্যের জন্য লড়াই। ব্যক্তিপুরুষের বিরুদ্ধে নারীবাদ কথা বলে না।
by অপর্ণা বন্দ্যোপাধ্যায় | 17 March, 2024 | 273 | Tags : Feminisim equal rights demand