বোধোদয়
তুমি মেয়ে হয়ে জন্মেছ। তোমার চাওয়া-পাওয়ার একটা সীমানা নির্ধারিত হয়ে আছে! এই সীমানা অতিক্রম করা যাবে না! এমন কি সমান অধিকারও চাইতে পারবে না! সমাজের এই নিদান থেকে মুক্তি পেতে এগিয়ে আসতে হবে মেয়েদেরই। এই গল্পে রয়েছে সেই মুক্তির পথ।
by শতরূপা সিংহ | 20 December, 2020 | 646 | Tags : women's rights patriarchy depression