ভয়
বাড়ির পুরুষ অভিভাবক যদি বাড়ির অন্য সদস্যদের—সে বড় কিংবা ছোট হোক—প্রতিনিয়ত তাদের উপর দমন-পীড়ন চালাতে থাকে, তাহলে সেখানে কোনও শান্তি থাকতে পারে না। ভয়ের আস্তরণে গুটিয়ে থাকে গোটা বাড়ি। ভেঙে পড়ে মানসিক স্বাস্থ্য। দুর্বিষহ হয়ে ওঠে বেঁচে থাকা। এই গল্পে ধরা পড়েছে সেই ভয়ের চিত্র।
by অপর্ণা বন্দ্যোপাধ্যায় | 06 May, 2021 | 744 | Tags : Angry Father Fear Lockdown corona domestic violence