শামসুন নাহার মাহমুদ

১০ এপ্রিল ১৯৬৪ শামসুন নাহার মাহমুদের প্রয়াণ দিবস। তিনি ছিলেন নারী আন্দোলনের নেত্রী, শিক্ষাবিদ, বিশিষ্ট সাহিত্যিক এবং রাজনীতিবিদ। চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর গার্লস হাই স্কুল থেকে লেখাপড়া করেন। কিন্তু ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ার পর স্কুলে যাওয়ার ক্ষেত্রে বাধা এল। কারণ তখনকার মেয়েদের একটু বড় হলেই পর্দা প্রথার জন্য বাইরে যাওয়া ছিল নিষিদ্ধ। তাই অবরোধের আড়ালে বসেই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাস করেন। বিয়ের পর আবার পড়াশোনার সুযোগ পান। অধ্যাপনা করেন লেডি ব্রেবোর্ন কলেজে।

by শাম্মা বিশ্বাস | 10 April, 2023 | 401 | Tags : Shamsunnahar Mahmud Writer Politician educator