এক টুকরো আকাশ (শেষ পর্ব)
ডাইরিগুলো নিয়ে আসার পর ইরাবতীদির বোনেদের সাথে আর কথা হয়নি। ইরাবতীদির মেজবোন মধুবন্তী দেবীকে ফোন করে নাম বলতেই তিনি চিনতে পারলেন। সৌজন্যমূলক কুশল বিনিময়ের পর, ইরাবতীদির ডাইরিগুলো নিয়ে লেখা পাণ্ডুলিপিটা পড়ে দেখার অনুরোধ করতেই তিনি আমাকে হতবাক করে দিয়ে ফোনটা কেটে দিলেন।
by মীরা কাজী | 24 December, 2025 | 112 | Tags : ek tukro akash novel mira kaji end of the series